
সাভার একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় ২৩ জন গার্মেন্টস শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাতজন নারী শ্রমিক।
বৃহস্পতিবার (২৯জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার দিলকখুশাবাগ থেকে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সাভার দিলখুশাবাগ এলাকায় সাভার গ্লোবাল ফ্যাশান গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটওয়্যার লিমিটেড গার্মেন্টসে বিভিন্ন দাবিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে একদল শ্রমিক। পরে এঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ সাভার মডেল থানায় ৮৭ জন শ্রমিকের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ২৩ জন শ্রমিককে গ্রেফতার করে।
রাউফুর রহমান পরাগ 










