ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আপনারা আমার জন্য ১দিন কষ্ট করেন, আমি আপনাদের জন্য ৫ বছর কষ্ট করবো : ডাঃ সালাউদ্দিন বাবু

ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকা–১৯ (সাভার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

তিনি বলেন, “আপনারা আমার জন্য ১দিন কষ্ট করবেন, আমি আপনাদের জন্য ৫ বছর কষ্ট করবো।”এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা, সেবা এবং উন্নয়নের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সালাউদ্দিন বাবু। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন।

ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আরও বলেন, নির্বাচিত হলে অপরিকল্পিত সাভারকে একটি সুন্দর ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে সাভারকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম জামায়াতে ইসলামীকে মুনাফেকি দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকারবিরোধী রাজনীতির সঙ্গে কোনো আপস হতে পারে না। জনগণ এখন সচেতন, তারা ভণ্ডামি ও মুখোশের রাজনীতি প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, সাভারসহ সারা দেশে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন সময়ের প্রধান দাবি।

ট্যাগ:

আপনারা আমার জন্য ১দিন কষ্ট করেন, আমি আপনাদের জন্য ৫ বছর কষ্ট করবো : ডাঃ সালাউদ্দিন বাবু

আপডেট সময়: ০৭:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকা–১৯ (সাভার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

তিনি বলেন, “আপনারা আমার জন্য ১দিন কষ্ট করবেন, আমি আপনাদের জন্য ৫ বছর কষ্ট করবো।”এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা, সেবা এবং উন্নয়নের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সালাউদ্দিন বাবু। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন।

ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আরও বলেন, নির্বাচিত হলে অপরিকল্পিত সাভারকে একটি সুন্দর ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে সাভারকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম জামায়াতে ইসলামীকে মুনাফেকি দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকারবিরোধী রাজনীতির সঙ্গে কোনো আপস হতে পারে না। জনগণ এখন সচেতন, তারা ভণ্ডামি ও মুখোশের রাজনীতি প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, সাভারসহ সারা দেশে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন সময়ের প্রধান দাবি।